বনগাঁও বাজার , হরিপুর, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার একটি চিরপরিচিত নাম বনগাঁও। বনগাঁও বাজার অনেক পুরোনো এবং বর্তমান সময়ে হরিপুর উপজেলার একটি অন্যতম বাজার। বাজার সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,  একটি উচ্চ বিদ্যালয়, একটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি ফাজিল মাদ্রাসা রয়েছে। বনগাঁও পাবলিক ক্লাব নামে একটি ক্লাব রয়েছে। যার সদস্যগণ এলাকার মানুষের প্রয়োজনের সময় স্বার্থহীন ভাবে পাশে থাকে। ক্লাবটির অবস্থান গ্রামে হলেও খেলাধূলা ও ভালো কাজের জন্য জেলা পর্যায়ে এটির সুনাম  ছড়িয়ে পড়েছে।


আমাদের হরিপুর উপজেলার মধ্যে একটি নাম করা, সুনামধন্য বাজার হলো, বনগাঁও বাজার। এই বাজারের এরিয়ায় নয়টি শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে। এই বাজারে আপনি সব কিছুই পাবেন। এই বাজার কে আপনি সেন্টার বাজারও বলতে পারেন। সব মিলিয়ে এই বাজার অনেক খ্যাতিসম্পন্ন বাজার । গেদুরা ইউনিয়নের সবচেয়ে প্রাচীন এ বাজার একটি বাজার।


ঐতিহাসিক এক বাজার। ঠাকুরগাঁও জেলার হরিপুরের অভ্যন্তরে সর্ববৃহত কেনাকাটার স্থান হচ্ছে বনগাঁও বাজার। এখানে দল,মতামত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে বসবাস করে।
এবং সেখানে শতভাগ বিদ্যুৎ, ওয়াই-ফাই ও গ্রামীনফোনের নেটওয়ার্ক এর ব্যবস্থা করা হয়েছে।

Posted by :  MINHAJUL ABEDIN 
                      01774474234(WHAT'S APP)

 

Post a Comment

0 Comments